
ইসমাইল হোসেন: নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে লীল্যান্ড থিমপার্কে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রেরিত প্রতিনিধি উচ্ছাস, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলফামারী।
জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার সোনালী শাহ এর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার, চেয়ারম্যান মুক্তা হিমাগার জলঢাকা বড়ঘাট সৈয়দ আলী, চাঁদের হাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম, চেয়ারম্যান রব্বানী পরিবহন ও সভাপতি বাস-মিনিবাস মালিক গ্রুপ আর. এফ. রব্বানী, প্রোপাইটার আবুল কালাম অটো রাইস মিল পলাশ বাড়ি, চেয়ারম্যান, নীল্যান্ড থিম পার্ক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নীলফামারী মোহসিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানুল ইসলাম কালু, সদস্য সচিব চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি রিয়াজুল ইসলাম কালু, শুভেচ্ছান্তে ছিলেন আল আমিন, সাধারণ সম্পাদক, জেলা রিপোর্টার্স ইউনিটি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুর রশিদ আহ্বায়ক আয়োজক কমিটি, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৈবুর রহমান মানিক, যুগ্ম রিপোর্টার্স ইউনিটি।
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ ও তাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, “আমাদের সংগঠন বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কাজ করে যাবে এবং সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।