
রনি আহমেদ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদরে রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামি যুব সংঘের উদ্যোগে প্রথমবারের মতো জমকালো আয়োজনে পরিবেশিত হয়েছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শ্রোতা দর্শনার্থীরা। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত, দেশাত্মবোধক গানসহ ইসলামিক নানা আয়োজনে সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামিক সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে বাদ্যযন্ত্রবিহীন অনুষ্ঠানে সুরে সুরে মুগ্ধ করা ইসলামিক সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় ইসলামিক নাশিদ শিল্পী গোষ্ঠী কলরব টিম।
অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি এবং রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠান উদ্বোধন করেন ঐতিহ্যবাহী রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব কে এম রহমতুল্লাহ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারী আবু রায়হান। নাশিদ টিম কলরবের সদস্যরা সুরে সুরে শ্রোতাদের মন জয় করে নেন। এ সময় অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামিক সংস্কৃতির জয়ের স্লোগান দিতেও দেখা যায়। পরে রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহীর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।