
শেরপুর প্রতিনিধি :রাকিবুল হাসান খোকন
শেরপুরে সড়ক দুর্ঘটনায় বিপুল (২৩) নামে মোটরসাইকেল চালকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
২১ শে ফেব্রুয়ারী (শুক্রবার) বেলা ১১ টার দিকে সদর উপজেলার দমদমা কালিগন্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিপুল মিয়া, শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামের উকিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আনোয়ার কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাক শেরপুর হয়ে শ্রীবরদীর উদ্দেশ্যে যাওয়ার পথে লংগর পাড়া থেকে শেরপুর মুখী মোটরসাইকেল আসার পথে দমাদম কালিগন্জে ট্রাকটি নিয়ন্ত্রণ না করতে পেরে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা একজনের পা ভেঙ্গে মুর্চে যায়। পরে স্থানীয় ও বন্ধুরা মিলে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যবরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম জানান, ঘটনাস্থল থেকে সিমেন্ট ভর্তি ট্রাক ও মোটরসাইকেল উদ্দার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।