সৈয়দ জাহিদুজ্জামান:
দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো ডিপিএল সিজন ৮ ক্রীকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি-২০২৫) বিকাল ৩ টায় দিঘলিয়া ওয়াইএমএ ক্লাব মাঠে ওয়াইএমএ ক্লাব কর্তৃক আয়োজিত এ ফাইনাল খেলায় অংশ নেন দিঘলিয়া মোজাফফর হোসেন খান ফাউন্ডেশন একাদশ বনাম দিঘলিয়া আকিদুল শরীফের সোলজার্স-১১। এ খেলায় দিঘলিয়া সোলজার্স-১১ একাদশ, দিঘলিয়া মোজাফফর হোসেন খান একাদশকে ৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মোজাফফর হোসেন খান একাদশের রানা ও ম্যান অব দ্যা সিরিজ হন দিঘলিয়া আকিব শরীফের সোলজার্স-১১ একাদশের খেলোয়াড় মুন্না।
দিঘলিয়া ওয়াইএমএ ক্লাব মাঠে ক্লাবের আহবায়ক শেখ ফারুখ হোসেনের সভাপতিত্বে ও দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক নিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, যুগ্ন আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আঃ রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোজাম্মেল শরীফ, শেখ মোসলেম উদ্দিন, মোল্যা নাজমুল হক প্রমুখ। এর আগে তিনি সেনহাটি পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অপর একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।