
রাকিবুল হাসান খোকন:
শেরপুরের শ্রীবরদীতে ইউসিসিএ লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল রহিম দুলাল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সাবেক বিআরডিবি সভাপতি গোলাম মোস্তফা নান্দা, উপজেলা কৃষিদলের সভাপতি আবু হানিফ বাচ্চু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইখলাসুর রহমান লিটন, শ্রীবরদী মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান, শ্রীবরদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী আবু তাহের।
এসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জুলফিকার আলী ভূট্রো। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবির সকল কর্মকর্তাগণ।
You cannot copy content of this page