
হুমায়ূন আহমেদ:
বগুড়ার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা এনজিও সমন্বয় ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন ইউএনও। কমিটিতে কাওছার আলী বিশ্বাসকে সভাপতি ও তরিকুল ইসলাম জেন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে অন্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন- সহ-সভাপতি পদে আবদুল আলীম, কোষাধ্যক্ষ শাম্মী আক্তার, নির্বাহী সদস্য জেকের আলী, শফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম।
সভায় উপজেলার প্রায় ৪০টি এনজিওর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।