
শাহিন বিশ্বাস :
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার তুলসী সাধু দীর্ঘদিন ধরে নকল নারিশ ফিড তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এতে হাজার হাজার খামারিকে প্রতারণার ফাঁদে ফেলে তিনি গড়ে তুলেছেন বিপুল সম্পদ।
সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে, সাতক্ষীরা নারিশ ফিড অফিসের কর্মকর্তারা ও স্থানীয় জনতার সহায়তায় তুলসী সাধুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কারখানা থেকে বিপুল পরিমাণ নকল গোখাদ্য জব্দ করা হয়।
পরবর্তীতে সাতক্ষীরা তালা উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয় এবং প্রতারণার অভিযোগে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, “গরু ও অন্যান্য গবাদি পশুর জন্য নকল খাদ্য সরবরাহ করা অত্যন্ত বিপজ্জনক। এটি পশুর স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে।”
এদিকে, এ ঘটনায় ভুক্তভোগী অনেক খামারি প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যাতে এরকম প্রতারকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
You cannot copy content of this page