
সিরাজগঞ্জ প্রতিনিধি:
কাভার্ডভ্যানে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ৫১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। রাত পৌনে দশটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়েদাবাদ গোলচত্বর এলাকায় র্যাব-১২-এর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১২-এর মিডিয়া অফিসার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, এ সময় উদ্ধারকৃত এসব গাঁজা, পরিবহন কাজে নিয়োজিত কাভার্ডভ্যান ও নগদ ৫০০/- টাকা জব্দ করা হয়।
‘গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে মো. ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও সদরের মো. রশিদুল ইসলামের ছেলে মো. লিটন ইসলাম ওরফে মাসুদ (২৮)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
You cannot copy content of this page