
এ.বি.এম. হাবিব:
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। পরে উপজেলা অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছনাত আলী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা), শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মাছুমা হাবিব- সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল- উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ আব্দুল আওয়াল- জেলা প্রশাসক, নওগাঁ। মোহাম্মদ সামিউল সারোয়ার বিপিএম- পুলিশ সুপার, নওগাঁ। ড. হোসনে আরা বেগম- নির্বাহী পরিচালক, টিএমএসএস।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করায় ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়টির দ্রুত শিক্ষা কর্মসূচী চালুর দাবি তুলে ধরেন।
প্রধান অতিথি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এ দিবসটি উদযাপনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির পক্ষে তার দপ্তরের সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথির পাশাপাশি নওগাঁর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page