
দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির সহযোগী সংগঠনের পক্ষ থেকে এক যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও কৃষক দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরাত-ই-ইলাহী স্পিকারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী হিমেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, উপজেলা ছাত্রদলের সভাপতি গাজী মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল হোসেন মন্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার, মোল্লা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাজ্জাদ, কৃষক দলের সদস্য সচিব ইফতেখার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা তারেক জিয়ার আদর্শে লালিত রক্তাক্ত রাজপথের লড়াকু সৈনিক। আমাদের নেতা বলেছেন, কোনো সৈরাচারীর দোসরের এদলে ঠাই হবে না। আমরা দেখেছি শত প্রতিকূলতার মাঝে খুলনার প্রত্যেকটি আন্দোলনে ও দলের কর্মসূচিতে দল বেঁধে অংশ নিয়েছে। শত জেল, জুলুম, হুলিয়া তাদেরকে নিবৃত্ত করতে পারেনি। আজ যারা সেই সৈরাচারীদের দোসরদের পাশে নিয়ে দল ভারি করছে। দখলবাজী, চাঁদাবাজী করছে। দলের ভাবমূর্তি যারা নষ্ট করছে। সহযোগী সংগঠনের ত্যাগী নেতা-কর্মীদের অবহেলা ও অবজ্ঞা করছে। তাদেরকে ছাড় দেওয়া হবে না।