
রোমানহোসেন:
সাভারের আশুলিয়ার একটি ফ্ল্যাট বাসায় আগুন লেগে নারী ও শিশুসহ একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জিরাবো এলাকার আমজাদ হোসেনের দোতলা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, মোছা. জহুরা বেগম (৭০), মোছা. সূর্য বানু (৫৫), মো. মনির হোসেন (৪৩), সোহেল মিয়া (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দোতলা ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন মো. সুমন। শবে বরাত উপলক্ষে সুমনের মা ও ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসেন। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার ঘরে আগুন ধরে যায়। তাতে নারী, শিশুসহ ১১ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে আগুনের সূত্রপাত কী—সে বিষয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন ঘটনার সময় আশপাশে থাকা লোকজন।
কেউ বলছেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের কথা, আবার কেউ বলছেন গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা দগ্ধ হয়েছেন।
তবে স্থানীয় জিরাবো ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের সঙ্গে কথা বলে জানা যায়, এ অগ্নিকাণ্ডের কোনো বার্তা তাদের কাছে নেই। তাদের কোনো টিম ঘটনাস্থলে যায়নি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ জানান, ঘটনাস্থলে দগ্ধ পরিবারের ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।