
রোমান হোসেন:
ঢাকার সাভারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কর্তৃক নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার, সকালে সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বাগ্নিবাড়ি এলাকায়, মনির মেম্বারের বাড়িতে এই সচেতনতামূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বিদেশ গমন বিষয়ক জনসচেতনামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নিরাপদ, সুশৃঙ্খল, ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সেই ধারাবাহিকতার উক্ত আলোচনা সভায় এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার ও রেফারেল সেবা প্রদানের লক্ষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই আলোচনা সভার মূল লক্ষ ও উদ্দেশ্য।
উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেয়ার আগে কী কী বিষয় বিবেচনা করতে হবে, অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারি নিয়ম মেনে নিরাপদে বিদেশ গমনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: ঢাকা জেলা ম্যানেজার- ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সত্য প্রিয় আহমেদ পার্থ- ডেস্ক অফিসার, কাউন্টার ট্রাফিকিং প্রকল্প (ইএসডিও)।
এ সময় উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মনিরুল হক, বিরুলিয়া ইউপি ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা বেগম, ভাগ্নিবাড়ি মোহাম্মদিয়া জামে মসজিদের ইমাম মুফতি হুমায়ুন কবির, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোঃ আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মোঃ সামসুল আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
উপস্থিত সকলে সভায় আলোচিত বিষয়সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রচারের প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে তাদের এলাকায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলে মিলে কার্যকর ভূমিকা রাখবেন বলে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।