
রোমান হোসেন:
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে সাভারের বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাভার মডেল থানার (ওসি) তদন্ত মোঃ আশিক ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মোঃ দেলোয়ার হাওলাদার (৫৭), যুবরাজ ইসলাম লিমন (২২), সাইফুল ইসলাম (৩৪), মোঃ শওকত আলী (৬৫), মোঃ আব্দুর রাজ্জাক (৪৩), রুহুল আমীন (৫৫), মোঃ নাছির হোসেন (২৪), মোঃ সেলিম ভুইয়া (৫০), মোঃ আনোয়ার হোসেন মাঝি (৪৪), মোঃ শাহাদাত হোসেন (৩৪), আসমা খানম শিল্পী (৩৭) ও মোঃ আবুবকর ছিদ্দিক (৪৮)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।