
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দিঘলিয়া প্রশাসনের উদ্যোগে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট প্রধান লে. কমান্ডার সারোয়ার হোসাইন, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক, মোঃ মোজাম্মেল শরীফ, গাজী জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া শাখার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন ও খেলাফত মসলিশের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ রাতুল হোসেন, মোঃ আকিব হোসেনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।