
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি গণমাধ্যম মারিভ নিউজে প্রকাশিত এক নিবন্ধে ইসরাইলের প্রখ্যাত কলামিস্ট ও গবেষক ইয়োশ বেন-এলিজার দাবি করেছেন, “গাজা যুদ্ধে ইসরাইল যদি নিজেদের বিজয় দাবি করে, তবে সেটি হবে বিপজ্জনক ভ্রান্তি, যার বাস্তবতা অনেক জটিল। মূলত এই বাস্তবতা বুঝার মতো সময় বা সাধ্য কোনোটাই ইসরাইলের নেই।” তিনি মিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটির সিনিয়র গবেষক।
বেন-এলিজার বলেন, গাজার বাস্তবতা অনেক জটিল এবং এর কারণ হলো, ইসরাইল ১৯৮২ সালে লেবানন থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করেছিল, যা তখন বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হয়েছিল। তবে সময়ের সঙ্গে দেখা যাচ্ছে, ওই অভিযানই হিজবুল্লাহ এবং শিয়া অক্ষের উত্থানের পথ প্রশস্ত করেছে।
গবেষক আরও বলেন, গাজা থেকে সেনা প্রত্যাহারের একতরফা ইসরাইলি সিদ্ধান্তটি সাহসী ও সঠিক পদক্ষেপ মনে হলেও হামাসকে অস্ত্র সরবরাহের সুযোগ তৈরি হওয়া, ৭ অক্টোবরের হামলার সম্ভাবনা এখনও বেঁচে রাখে।
এলিজার আরও বলেন, “হামাসের ৭ অক্টোবরের আক্রমণ ছিল ভয়াবহ, তবে শিয়া অক্ষের সাথে তাদের সমন্বয়ের অভাব ইসরাইলকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছিল। এতে অবশ্য শিয়া অক্ষকেও দুর্বল করার সুযোগ পেয়েছিল ইসরাইল।”
তিনি প্রশ্ন করেন, “শিয়া অক্ষের পতনকে তো দুর্দান্ত সাফল্য হিসেবে বিবেচনা করা যায়, কিন্তু হিজবুল্লাহর শূন্যস্থান তো আর খালি থাকবে না। নতুন দলটি কি আরও কম বিপজ্জনক হবে, না হিজবুল্লাহর চেয়ে বেশি ভয়ঙ্কর হবে?”
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অভিযোগ করে এলিজার বলেন, “তিনি এমন একটি সরকার গঠন করেছেন, যেখানে অনেক উগ্রপন্থী অন্তর্ভুক্ত রয়েছেন এবং যাদের অনেকেই দেশের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়।”
এছাড়া, তিনি যুক্ত করেন, “এখন মার্কিন প্রেসিডেন্টের পদে ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন। এটি ইসরাইলের জন্য একটি ভালো সুযোগ। কিন্তু কে নিশ্চিত করতে পারবে যে এই সুযোগকে কাজে লাগানো হলে আরও বড় ও দীর্ঘমেয়াদি কোনো সমস্যা তৈরি হবে না?”
সূত্র: মিডল ইস্ট মনিটর