
মাঠে নামার আগেই উত্তেজনা ছড়াতে থাকে মাদ্রিদ ডার্বি। যা ছিল আবার লা লিগার শীর্ষস্থান দখলের লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্ত আরো উত্তেজনা ছড়ায়। যদিও কেউ হাসেনি শেষ হাসি।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে এই ম্যাচে কেউ জেতেনি, আবার কেউ হারেওনি। ১-১ গোলে ড্র করেছে দুই নগর প্রতিদ্বন্দ্বী।
লা লিগায় আগের ম্যাচে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলে রিয়াল মাদ্রিদ। তবে সেই অভিযোগ আমলে না নিয়ে উল্টো বিদ্রূপ করেছিলেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তবে গতরাতে ফের রিয়ালের গলার কাঁটা হয়ে উঠলো সেই রেফারিংই।
ম্যাচটা ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। জিতলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা অ্যাতলেটিকোর সাথে ব্যবধান বড় করতো রিয়াল মাদ্রিদ। তবে হেরে গেলে শীর্ষে উঠে যেতো নগর প্রতিদ্বন্দ্বীরা।
তবে কেউ না জেতায় পয়েন্ট তালিকার শীর্ষে রিয়ালই থাকছে। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।
চোটে নাকাল রিয়াল মাদ্রিদ এদিন রক্ষণভাগ সাজিয়েছে নিজেদের প্রধান চার ডিফেন্ডারকে ছাড়াই। তাতেও খুব একটা পরীক্ষা দিতে হয়নি তাদের। ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণেই রাখে রিয়াল।