
oppo_0
বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটা হাইস্কুল রোড, নিউ মার্কেটের অস্থায়ী ক্লাবে আয়োজিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন তালা উপজেলা শাখার আহ্বায়ক বাবলু বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা পাটকেলঘাটা সহকারী পুলিশ সুপার সার্কেল হাসানুর রহমান, টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু, তুবা পাইপ এন্ড ফিটিংস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর শাহিন হোসেন, সুমি ইউ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান মিলন এবং জেলা বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুর রহমান হাসান।
ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিত হয়েছেন:
- সভাপতি: বাবলু বিশ্বাস
- সহ-সভাপতি: সানজিদুল হক ইমন, আতিফুর হাসান, আব্দুস সুবাহান মোড়ল
- সাধারণ সম্পাদক: ইকবাল হাসান
- যুগ্ম সাধারণ সম্পাদক: মোখলেসুর রহমান
- সাংগঠনিক সম্পাদক: শাহিন বিশ্বাস
- সহ-সাংগঠনিক সম্পাদক: নিবাস দে
এছাড়া, ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।