
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এই কথা জানান।
গত ৬ ফেব্রুয়ারি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙাকে ‘অত্যন্ত দুঃখজনক’ এবং ‘বাঙালি পরিচয় ও গৌরবের প্রতীক’ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনকে ধ্বংস করার ঘটনা হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি আরো বলেন, ‘এ ধরনের ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত।’
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে এবং তাদের মন্তব্য দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর অনাকাঙ্ক্ষিত। প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে আমরা এমন পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত নয়।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ অন্যান্য দেশগুলোর কাছ থেকে একই ধরনের শ্রদ্ধা প্রত্যাশা করে।’
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী ভারতের মাটিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক মন্তব্য করেছেন, যেগুলি বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি, বিশেষ করে ৫ ফেব্রুয়ারিতে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তার অবস্থান স্পষ্ট করেছে।
You cannot copy content of this page